👤 এম জিয়াবুল হক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দুইজন ডাকাত, মলমপার্টি, নাশকতা মামলা, গরু চুরিসহ বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার একরাতে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। এসময় একটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া।
থানা পুলিশ জানায়, শনিবার রাতে পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহাসড়কে ডাকাতির ঘটনায় দুই ডাকাত, মলম পার্টির ৩ সদস্য, গরু চুরির ঘটনায় একজন, নাশকতায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার খুটাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জয়নগর এলাকার মাহবুল আলমের ছেলে মো. জালাল আকবর (২৬), মৃত কালা মিয়ার ছেলে মো. হামিদ হোসেন (২১), সাহারবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজঘোনা উত্তরপাড়া এলাকার রুকেল বার্বুচির ছেলে আব্দুল্লাহ আল মুহম্মদ রাকিব (২২), সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চোঁয়ারফাঁড়ি পাইলাপাড়া এলাকার মৃত আবু শামার ছেলে সামশুল আলম (৪০), শামসুল আলমের স্ত্রী জনুয়ারা বেগম (৩২), টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মারিশবনিয়ার (মৌলভীপাড়া) এলাকার শামসুল আলমের ছেলে মো. ফিরোজ (৪৩) ও চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোয়াজনগর এলাকার আবুল হোসেনের ছেলে নুরুল আবছার (৩০)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, সোমবার দুপুরে গ্রেপ্তার এসব আসামিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।