Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় ব্যবসায়ীকে মারধর করে টাকা ও মোটরসাইকেল ছিনতাই

কক্সবাজার জেলার চকরিয়ায় এক ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ও সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত সাড়ে ৭ টার দিকে লামা- আলীকদম সড়কের উপজেলার ফাঁসিয়াখালী ৯ নম্বর ওয়ার্ডের ডাইবিসেন ব্রীজ নামক এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার মো. মিজানুর রহমান (৩৯) লামা উপজেলার বাজার পাড়া ৫ নম্বর ওয়ার্ডের ৬ নং রুপসী পাড়া এলাকার মো. ছিদ্দিক আলীর ছেলে। তিনি পেশায় বাঁশ ব্যবসায়ী। এ ঘটনায় মো. মিজানুর রহমান চকরিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৭ টার দিকে বাঁশ ব্যবসায়ী মিজানুর রহমান উখিয়া থেকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে লামা-আলীকদম সড়কের উপজেলার ফাঁসিয়াখালী ৯ নম্বর ওয়ার্ডের ডাইবিসেন ব্রীজ নামক এলাকায় পৌঁছালে সড়কের উপরে চার-পাঁচজন দুর্বৃত্ত দেশে তৈরি অস্ত্রশস্ত্র হাতে নিয়ে গতিরোধ করে। এসময় মিজানুর রহমানকে এলোপাতাড়ি মারধর করে দুর্বৃত্তরা। পরে মিজানুর রহমানের ইয়ামাহা ভার্সন-২ মডেলের ১৫০ সি.সি মোটরসাইকেল, যাহার রেজিষ্ট্রেশন নং-বান্দরবান (ল-১১-০৬১৪), নগদ টাকা ৯০ হাজার টাকা, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির যাবতীয় কাগজপত্র ও ইসলামীর ব্যাংকের ডেবিট কার্ড ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে চকরিয়ায় সর্বত্র এখন চুরি-ছিনতাই আতঙ্ক বিরাজ করছে। দিনে-রাতে চুরি ছিনতাইয়ের শিকার হয়ে সর্বস্ব খোয়াচ্ছে মানুষ। প্রতিদিনই কোথাও না কোথাও কোন না কোন চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। অপরাধীদের দৌরাত্ম্য ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি তাদের।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, মোটরসাইকেল ছিনতাইয়ের লিখিত একটি অভিযোগ পেয়েছি। মোটরসাইকেল ছিনতাই কাজে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

13Shares