👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় সংবাদ তৈরির পর তা ওসিকে পাঠিয়ে কৌশলে চাঁদা দাবি করায় এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার শহরের ঘোনাপাড়া এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মনসুর আলম ওরফে মুন্না (৩৬)। তিনি রামু উপজেলার গর্জনিয়ার দক্ষিণ বড়বিল এলাকার আবদুস সালামের ছেলে। তিনি 'প্রতিদিনের কাগজ' নামের একটি পত্রিকার কক্সবাজার প্রতিনিধি বলে পরিচয় দেন।
মামলার এজাহার ঘেঁটে দেখা যায়, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে একটি সংবাদ তৈরি করেছেন মনসুর আলম। তারপর তিনি সেটি গতকাল মঙ্গলবার দুপুর ১২.৩৭ মিনিটে ওসির ব্যক্তিগত নম্বরের হোয়াটসঅ্যাপে পাঠান। এরপর দুপুর ১২.৩৮ মিনিটে লিখেন, 'ভাইয়া নিউজটি এভাবে যাচ্ছে তাহলে'। এরপর দুপুর ১২.৫৭ মিনিটে লিখেন, 'একটু জানাবেন ভাই'। বিকেল ৪.৪৩ মিনিটে ওসি লেখেন, 'আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।' এরপর বিকেল ৪.৪৫ মিনিটে মনসুর আলম লিখেন,'কিছুক্ষণের মধ্যে নিউজ পাবলিশড হবে ইনশাআল্লাহ।' এরপর রাতে ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, মনসুর আলম একটি সংবাদ তৈরি করে আমার ব্যক্তিগত নম্বরের হোয়াটসঅ্যাপে পাঠান। এরপর তিনি বিভিন্ন ধরণের ম্যাসেজ করে কৌশলে চাঁদা দাবি করেন। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাঁর বিরুদ্ধে মামলা করি এবং কক্সবাজার শহরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, মনসুর আলমের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ২০২১ সালের ৩০ ডিসেম্বর পর্ণগ্রাফি আইনে ও গত ৪ এপ্রিল চাঁদাবাজি ধারায় দুটি মামলা হয়। এই দুটি মামলায় তিনি জেল খাটেন। এছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন এলাকায় গিয়ে চাঁদা দাবির অভিযোগ রয়েছে।
চকরিয়া থানার ওসি আরও বলেন, বুধবার বিকেলে গ্রেপ্তার মনসুর আলমকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।