কক্সবাজার জেলার চকরিয়ায় পৌরসভা বিএনপির সহসভাপতি সাবেক কাউন্সিলর জাফর আলম কালুর সার্বিক সহযোগিতায় চার নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যাগে স্বল্প আয়ের মানুষের মাঝে বিনামূল্যে শাক-সবজি বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খোদারকুম এলাকায় ক্যামব্রিয়ান স্কুলের সামনে বিনামূল্যে শাক-সবজি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌরসভা বিএনপির সহসভাপতি জাফর আলম কালু। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার চার নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
বিনামূল্যে প্রায় শতাধিক উপকারভোগী পরিবারের মাঝে আলু, টমেটো, ঢেঁড়স, লাল শাক, শসা, কাঁচা মরিচ, বাঁধাকপিসহ নিত্যপ্রয়োজনীয় সবজি বিতরণ করা হয়েছে।
দৃষ্টি প্রতিবন্ধী মঞ্জু আরা বেগম বলেন, বাজারে শাক-সবজির দাম বেশ চড়া। বিনামূল্যে সবজি পেয়ে খুব ভালো লাগছে। এভাবে সহায়তা করা হলে দরিদ্র পরিবারের কষ্ট লাঘব হবে।