Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় টপ সয়েল কেটে বিক্রির অপরাধে ৫০হাজার টাকা জরিমানা, গাড়ি জব্দ

কক্সবাজারের চকরিয়ায় পরিবেশ আইন অমান্য করে অবৈধ ভাবে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে বিক্রির অপরাধে এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়।

আজ সোমবার (৩০ডিসেম্বর) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন অভিযানের বিষয়ে জানতে চাইলে বলেন, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, কৃষি জমির মাটি কাটা নিষিদ্ধ। তাছাড়া কৃষি জমির টপ সয়েল বা উপরিভাগের মাটি কেটে শ্রেণি পরিবর্তন করাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। তাই এ বিষয়ে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানের সময় ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’এর ১৫ (১) ধারায় ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয় বলে জানান তিনি।

0Shares