কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারী মোড়া স্টেশনের পশ্চিমে বসতবাড়িতে কাজ করার সময় এক শ্রমিককে কুপিয়ে জখম করা হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আহত শ্রমিকের নাম নজরুল ইসলাম (৩৩)। তিনি পাশের বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী গ্রামের মৃত নুরুল হকের ছেলে। তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, ভারুয়াখালী গ্রামের চাঁন মিয়ার স্ত্রী সুকাইরা বেগমের কাছারী মোড়া স্টেশনের পশ্চিমে ১৪শতকের একখন্ড জমি রয়েছে। সেই জমিতে পাঁচ মাস আগে মাটি ফেলেছেন সুকাইরা। আজ বুধবার বসতবাড়ি নির্মাণের জন্য সুকাইরা শ্রমিক দিলে তাতে বাধা দেন স্থানীয় নুরুল কবির। বাধা পেয়ে শ্রমিকদের সরিয়ে দেন সুকাইরা। এরপরও দুপুর আড়াইটার দিকে নুরুল কবির ও তাঁর স্ত্রী দলবল নিয়ে শ্রমিকদের ওপর হামলা করেন। এক পর্যায়ে নুরুল কবির কিরিচ দিয়ে শ্রমিক নজরুল ইসলামের পায়ের উরুতে কোপ দেন। এতে গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সুকাইরা বেগমের দেবর আসহাব উদ্দিন বলেন, আমার ভাবীর জায়গাটি দখল করতে উঠেপড়ে লেগেছে নুরুল কবির। আজ বুধবার দুপুরে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে একজন শ্রমিককে গুরুতর আহত করেছেন তাঁরা। এ বিষয়ে আমরা আইনের আশ্রয় নিবো। তিনি প্রশাসনের জোরালো হস্তক্ষেপ দাবি করেছেন।