👤 নিজস্ব প্রতিবেদক, পেকুয়া
পেকুয়া উৎসবমুখর পরিবেশে নবীন বরণ ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে নতুন বইয়ের ঘ্রাণ নিতে প্রাণের বিদ্যাপিঠগুলোতে ভীড় জমায় শিক্ষার্থীরা। উপজেলার সবকয়টি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।
এ উপলক্ষে পেকুয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও পেকুয়া আলিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে নবীন বরণ ও বই বিতরণের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাতা পরিচালক ও পেকুয়া শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হাসান রব্বানীর সভাপতিত্বে সকাল ১০টায় পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক নাইমুল করিমের পরচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন পেকুয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুছ কাদেরী, পেকুয়া কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি নুরুল আবছার, পেকুয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম উদ্দিন আমিন, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক শিক্ষক হেলাল উদ্দিন নোমান, পেকুয়া শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা হারুন উর রশিদ, পেকুয়া সমবায় ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ম্যানেজার আবদুর রহিম, পেকুয়া হেদায়েতুল উলুম মাদ্রাসার সহসভাপতি মাহবুব উল আলম ও গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক আলী আজম।
এসময় পেকুয়া আলিয়া মাদ্রাসার সভাপতি আবুল হাসেম, সাংবাদিক জয়নাল আবেদীন, জাকের হোসেন উপস্থিত ছিলেন।