👤 সেলিম উদ্দীন, ঈদগাঁও
ইংরেজি নববর্ষ উপলক্ষে কেক কেটে গ্রাহকদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন চকরিয়া উপজেলার খুটাখালীতে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবি)। এসময় ফুল দিয়ে গ্রাহকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন খুটাখালী শাখা ব্যবস্থাপক মো. আবদুল হাই।
বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার খুটাখালী বাজার এলাকায় কমার্স ব্যাংক লিমিটেড শাখায় নববর্ষ ২০২৫ উপলক্ষে শাখা ব্যবস্থাপকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দীন, অপারেশন অফিসার হোসনে আরা, অফিসার রাজিব ধর, রিপা আকতার, আশরাফুল ওয়াদুদ সমির, মিনহাজ উদ্দিন, মোহাম্মদ খলিল জিবরান, বিশিষ্ট ব্যবসায়ী এম জাফর আহমদ, বিএনপি নেতা ফরিদুল ইসলাম, আবু তাহের, শতাধিক নারী পুরুষ গ্রাহক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আবদুল হাই বলেন, কমার্স ব্যাংক লিমিটেড খুটাখালী এলাকায় গ্রাহকদের অনেক সুযোগ-সুবিধা দেয়ার জন্য বিগত ২০২০ সালের ডিসেম্বরে চালু হয়েছে। কমার্স ব্যাংক সমাজে ব্যাংকিং সুবিধার বাইরে চলতি বছর থেকে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি, মাসিক ফি জমাদানের ব্যবস্থা করেছে।