Search
Close this search box.
Search
Close this search box.

ঈদগাঁওয়ে মাইক্রোবাসের ধাক্কায় হাফেজ আরমান নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী সাইনবোর্ড এলাকায় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় মো. আরমান (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় গুরতর আহত হয়েছেন মোটরসাইকেল চালকও। তার পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে মহাসড়কের চাকার দোকান স্থানে লাশের সন্ধান মিলে। নিহত মো. আরমান পাশ্ববর্তী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্যম গর্জনতলী গ্রামের লিয়াকত আলী মিস্ত্রির ছেলে। তিনি কোরআনের হাফেজ ছিলেন। ব্যক্তিজীবনে তিনি সন্তানের জনক।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় মধ্য গর্জনতলী বায়তুল আমান জামে মসজিদ মাঠে নিহতের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান পুলিশের একটি টিম। দুর্ঘটনাস্থল থেকে অনেক দূরত্বে মোটরসাইকেলসহ লাশের সন্ধান পাই। এসময় মোটরসাইকেল চালকও আহত হয়। মাইক্রোবাস জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

1Shares