Search
Close this search box.
Search
Close this search box.

সাংবাদিক শাহাব উদ্দিন সাগরের পিতার ইন্তেকাল, শোক 

আমেরিকা প্রবাসী কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা সিনিয়র সাংবাদিক শাহাব উদ্দিন সাগরের পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শামসুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ…রাজিউন)। 

শুক্রবার (৩ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার  দিকে চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের আম্মারডেরা বাজার এলাকার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, চার কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় আম্মারডেরা জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে মসজিদ কবরস্থানে সমাহিত করা হয়েছে। নামাজে জানাজায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লী, এলাকার বিভিন্ন স্তরের জনসাধারণ, মরহুমের শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন, চকরিয়া উপজেলার একাধিক সাংবাদিক ছাড়াও এলাকার বাসিন্দারা অংশ নেন। 

চকরিয়া প্রেসক্লাবের সাবেক সদস্য সাংবাদিক শাহাব উদ্দিন সাগর একসময়ের দৈনিক আজাদী, দৈনিক আজকের কাগজ পত্রিকার চকরিয়া প্রতিনিধি এবং এনটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি আমেরিকার নিউইয়র্কে স্ব পরিবারে বসবাস করছেন। তিনি সেখানে সাপ্তাহিক নবযুগ নামের একটি পত্রিকার সম্পাদক। 

এদিকে সহকর্মী সাংবাদিক শাহাব উদ্দিন সাগরের শ্রদ্ধেয় পিতার ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাউল হকসহ সাংবাদিক নেতৃবৃন্দ। একইসঙ্গে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকেরা। এছাড়াও শোক জানিয়েছেন চকরিয়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চকরিয়া উপজেলা ভূমি অফিসের বর্তমান ও পুরোনো সহকর্মীরা।

27Shares