👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলার প্রখ্যাত শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা ও কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সহসভাপতি এবং কাকারা ইউনিয়নের শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় মাহমুদুর রহমান চকরিয়া কাকারা ইউনিয়নের এসএমচর মাস্টার পাড়াস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন।
চকরিয়া উপজেলার প্রখ্যাত শিক্ষাবিদ সমাজ হিতৈষী ও মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমানের মৃত্যুতে জেলার শিক্ষক সমাজসহ পুরো চকরিয়াবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের ছোট ভাই অধ্যাপক আবু তালেব জানিয়েছেন, শনিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে কাকারা শাহওমরাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহমুদুর রহমানের মৃত্যুতে তাৎক্ষণিক বিবৃতির মাধ্যমে শোক প্রকাশ করেছেন, চকরিয়া ও কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষক সমিতি, ইমাম সমিতি, কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এএইচ সালাহ উদ্দিন মাহমুদ ছাড়াও চকরিয়া উপজেলার বিশিষ্ট নাগরিকরা।