কক্সবাজার জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় শাখার অন্তর্গত আজমান শাখার উদ্যোগে শুক্রবার (৩ জানুয়ারি) আজমান নতুন সানাইয়া হলরুমে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জাফর আলম মুন্নার সভাপতিত্বে ও ফোরকান উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক হাজী নাছির উদ্দিন।
উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপি সংযুক্ত আরব আমিরাত শাখার মুখপাত্র UAE কেন্দ্রীয় বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা ইমাম শরীফ ইমু। প্রধান অতিথির বক্তব্যে ইমু অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আর বিলম্ব না করে নূন্যতম সংস্কার করে অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করুন। বাংলাদেশের মানুষকে সংকট থেকে মুক্ত করুন। দেশে-বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলাদেশ, জনগণ ও বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে। তিনি আরও বলেন, কক্সবাজার জেলা বিএনপির পরিবারের যাঁরা সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও কক্সবাজার জেলা বিএনপির সফল সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।যেসব নেতাকর্মী দলের দূর্দিনে দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন, দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দলীয় কার্যক্রম করতে গিয়ে নিপীড়িত-নির্যাতিত হয়েছে এমনকি জেল জুলুমের শিকার হয়েছে সেই সকল নেতাকর্মীদের আগামী কমিটিতে মূল্যায়ন করা হবে।
প্রধান বক্তা কক্সবাজার জেলা বিএনপি সংযুক্ত আরব আমিরাত শাখার সদস্য সচিব এফ এ সোহেল চৌধুরী জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে বলে উল্লেখ করেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সভাপতি শাহজাহান চৌধুরী ও দলীয় অসুস্থ নেতা-কর্মীদের সুস্থতা কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ন আহ্বায়ক আব্দুল সাত্তার, সিনিয়র সদস্য আশরাফ উর রহমান রাসেল, সদস্য আবছার হায়দার মুন্না, চকরিয়া পৌরসভা বিএনপির সহপ্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন ও সিনিয়র সদস্য ইয়াসিন আরাফাত, যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন, সিনিয়র সদস্য মিজানুর রহমান, সিনিয়র সদস্য এস এম ফরহাদ, যুগ্ম আহ্বায়ক শাহ্ আলম, সিনিয়র সদস্য জাফর আলম, নুরুল ইসলাম, মিনহাজ উদ্দিন ও হারুন অর রশিদ প্রমুখ।