Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় মহাসড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় পথচারী নিহত, বাস জব্দ

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহি বাসের চাপায় দেব কুমার ধর (৫৮) নামের এক পথচারী নিহত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বুড়ির দোকানস্থ সাঈফা কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।

নিহত পথচারী  দেব কুমার ধর চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডেরর ধর পাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজনের বরাত দিয়ে মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিংগা হাইওয়ে থানার এসআই এম.এ নোমান বরেন, শনিবার বেলা ১২টার দিকে দেব কুমার কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের হারবাং বুড়ির দোকানস্থ সাঈফা কমিউনিটি সেন্টারের সামনে গাড়িতে সড়ক পার হচ্ছিল।  এসময় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখি হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস দেব কুমারকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরিফুল আমিন বলেন, যাত্রীবাহি বাসের চাপায় দেব কুমার নামের এক পথচারী নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দেব কুমারের লাশ উদ্ধার করে।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনী প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

0Shares