Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় পরোয়ানাভুক্ত তিন আসামি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলা ও আদালত কতৃক মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে থানা পুলিশের দুটি টিম উপজেলার কাকারা ইউনিয়ন ও ফাঁসিয়াখালী ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। সোমবার বিকালে চকরিয়া থানার মিডিয়া শাখা থেকে  প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুই আসামি হলেন চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছাইরাখালী ভরাচর এলাকার হাবিব উল্লাহ ওরফে লেদু ডাকাতের ছেলে আশেক উল্লাহ (৩০), উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাকারা এলাকার মৃত মোহাম্মদ পেঠানের ছেলে নুরুল আলম (৪০) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ (২৪)। 

চকরিয়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুর কাদের ভূইয়া বলেন, গ্রেপ্তার আসামি আশেক উল্লাহর বিরুদ্ধে চকরিয়া থানার মামলা নং-২৮, তাং-১০/০১/২৫ ইং তদন্তাধীন আছে। অপর দুই আসামি নুরুল আলম ও নুর মোহাম্মদ আদালত কর্তৃক মামলার পরোয়ানাভুক্ত আসামি। সোমবার দুপুরে তিন আসামিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

0Shares