Search
Close this search box.
Search
Close this search box.

সাংবাদিকের হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনতাই

কক্সবাজারের ঈদগাঁও -ঈদগড় সড়কে স্থানীয় সাংবাদিক জাফর আলম জুয়েলকে হাত-পা বেঁধে রেখে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলসহ সর্বস্ব ছিনতাই করে নিয়ে গেছে একদল ডাকাত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

সাংবাদিক জাফর আলম জুয়েল জানান, মেয়ের বিয়ের কাজকর্ম সেরে ঈদগাঁও থেকে বাড়ি যাওয়ার পথে ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিসের পরে হিমছড়ি ঢালায় পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা ডাকাত দলের সদস্যরা কাটা গাছ ফেলে ব্যারিকেড দেয় এবং মোটরসাইকেল গতিরোধ করে। এরপর তাকে হাত-পা বেঁধে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল, টাকা, দুটি মুঠোফোন ছিনিয়ে নেয়। এই ঘটনার কিছুক্ষণ পরেই সোহেল নামের চালকের ভাড়ায় চালিত আরেকটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় ডাকাতেরা।

 রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন,‘ঘটনার খবর পেয়েছি। এই বিষয়ে তদন্ত করা হবে।’

7Shares