কক্সবাজারের চকরিয়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী শওকত হাসান ওরফে মেহেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার রাত নয়টার দিকে বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুর দেড়টার দিকে চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মজিদিয়া মাদ্রাসা পাড়ায় আব্দুল হামিদের বসতঘরে ঢুকে তাঁর মেয়ে উম্মে হাফছা ও স্ত্রী পারভীন আকতারকে ছুরিকাঘাত করে পালিয়ে যান শওকত হাসান ওরফে মেহেদী। পরে তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক হাফছাকে মৃত ঘোষণা করে পারভীন আকতারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পারভীন বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে বলে জানা গেছে।
শওকত হাসান নিহত উম্মে হাফছার স্বামী ও ফাঁসিয়াখালী ইউনিয়নের আজমউল্লাহ পাড়ার আবুল হাসেমের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, আজ শুক্রবার রাত নয়টার দিকে লামা উপজেলার ইয়াংছা বাজার এলাকায় ঘোরাঘুরি করার সময় স্থানীয় লোকজন শওকত হাসানকে আটক করে লামা থানা পুলিশকে সোপর্দ করে। চকরিয়া থানা পুলিশ রাত ১১টার দিকে তাকে চকরিয়ায় নিয়ে এসেছে। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হচ্ছে।