কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ির নরফাঁড়ি এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে আবু বক্কর ছিদ্দিক (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় মো. ইলিয়াস (৪৫) নামের আরেক কৃষক আহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটলেও ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটায়।
আবু বক্কর ছিদ্দিক ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমনগর অরলতলী গ্রামের বাসিন্দা। আহত ইলিয়াসও একই এলাকার বাসিন্দা। তাঁরা বনবিভাগের শ্রমিক হিসেবে বনে কাজ করতে গিয়েছিলেন বলে জানা গেছে।
ফুলছড়ি বনিবিট শ্রমিকদের মাঝি দুদু মিয়া বলেন, রোববার সকাল থেকে ফুলছড়ি রেঞ্জের খেলিরবিলে শ্রমিক নিয়ে কাজ করছিলাম। বিকেলে বাড়ি ফেরার পথে বন্য হাতি সামনে পড়লে আবু বকর ছিদ্দিক ও ইলিয়াস দৌঁড় দেন। ওই সময় হাতির পায়ে পৃষ্ট হয়ে আবু বক্কর ঘটনাস্থলেই মারা যান এবং ইলিয়াস আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ইলিয়াসকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় ফুলছড়ি বনবিট কর্মকর্তা ফজল কাদের চৌধুরী, মেদাকচ্ছপিয়া বনবিট কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, খুটাখালী বিট কর্মকর্তা নাজমুল ইসলাম ও নাপিতখালী বিট কর্মকর্তা মনছুর আহমদ উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক রাশিক আহসান বলেন, হাতির আক্রমণে একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিয়মানুযায়ী নিহত এবং আহতের পরিবার আবেদন করলে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, হাতির পায়ে পৃষ্ট হয়ে নিহত আবু বক্কর ছিদ্দিকের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।