কক্সবাজারের চকরিয়া উপজেলার একতা বাজার এলাকায় মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে উঠা ৮০টি স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের এস্টেট ও আইন কর্মকর্তা (যুগ্ম সচিব) আব্দুল লতিফ খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আজ সোমবার দুপুর দুইটার দিকে সরেজমিনে দেখা যায়, দুটি বুলডোজার দিয়ে একতা বাজার এলাকায় মহাসড়কের পূর্ব পাশের পাকা স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। কেউ কেউ দোকান থেকে নিজেদের মালামাল সরিয়ে নিচ্ছেন। স্থানীয় লোকজন সেখানে ভিড় করছেন। র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের লোকজন মানুষকে অভিযানস্থলে না যেতে নিষেধ করছেন। মহাসড়কের পশ্চিম অংশে অন্তত ৫০টি স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, সওজের জায়গায় একধরণের প্রতিযোগিতা করে পাকা স্থাপনা নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য করছিলেন স্থানীয় কিছু প্রভাবশালী। কেউ কেউ পাকা স্থাপনা নির্মাণ করে ৫-১০ লাখ টাকা সেলামী নিয়ে পাকা দোকানঘর ভাড়াও দিয়েছেন। কেউ কেউ পাকা স্থাপনা দুই থেকে তিন তলা পর্যন্ত তুলেছেন। গত ৮-১০বছরের মধ্যে এসব অবৈধ স্থাপনা গড়ে উঠে।
সড়ক ও জনপথ বিভাগ, চকরিয়ার উপসহকারী প্রকৌশলী কুতুব উদ্দিন বলেন, সওজের জায়গা দখল করে নির্মিত স্থাপনাসমূহ ভেঙে ফেলতে দুই দফা নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু অবৈধ দখলদাররা তা কানে তুলেনি। আজ সোমবার সওজের এস্টেট ও আইন কর্মকর্তা আব্দুল লতিফ খানের নেতৃত্বে ও উপস্থিতিতে সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, এ পর্যন্ত একতা বাজার এলাকা থেকে অন্তত ৮০টি পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যার বাজার মূল্য ১০ কোটি টাকার বেশি। এই অভিযান অব্যাহত থাকবে।
উচ্ছেদ অভিযানে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রুকন উদ্দিন খালেদ চৌধুরী, চকরিয়ার উপবিভাগীয় প্রকৌশলী রাহাত আলম, উপসহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।