👤 নিজস্ব প্রতিবেদক, পেকুয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলা স্কাউটস এর ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিশনার ও গ্রুপ সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কাউন্সিলে বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন ৪৮ ভোট পেয়ে কমিশনার পদে সুপারিশপ্রাপ্ত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মনিরুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন পেয়েছেন ৪৩ ভোট।
গ্রুপ সভাপতি পদে রাজাখালী বিইউআই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ কফিল উদ্দিন ফারুকী, পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী, নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান গনি কাউন্সিলরদের সুপারিশ ও সমর্থনে এবং আবুল হোসেন সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী একাধিক প্রার্থী না থাকায় সহসভাপতি পদে ৫ জন, কোষাধ্যক্ষ ১ জন, সম্পাদক ১ জন ও যুগ্ম সম্পাদক পদে এক জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সহসভাপতি পদে নির্বাচিতরা হলেন রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহেদ উল্লাহ, রাজাখালী বকশিয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রমিজ, হরিণাফাঁড়ি মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল আরা বেগম, এমএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সরওয়ার আখতার ও রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল আলম।
কোষাধ্যক্ষ পদে ছালেহা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহেদুল ইসলাম, সম্পাদক পদে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ও যুগ্ম সম্পাদক পদে পূর্ব উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাহাব উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কাউন্সিল সুষ্ঠু ভাবে সম্পন্ন করায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, প্রিজাইডিং অফিসার উলফাত জাহান চৌধুরী ও জেলা মনোনীত কাউন্সিল পর্যাবেক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন। উক্ত কাউন্সিলে ৯২ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন।