Search
Close this search box.
Search
Close this search box.

স্টপেজ ও কাউন্টার চালু করার দাবিতে হারবাং রেলওয়ে স্টেশনে বিক্ষোভ সমাবেশ

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং রেলওয়ে স্টেশনে স্টপেজ ও কাউন্টার চালুর দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় হারবাং রেলওয়ে স্টেশনে এ বিক্ষোভ সমাবেশ হয়েছে।

স্থানীয় মোজাম্মেল হক ও মো. আমিনের যৌথ সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অব চকরিয়ার আহ্বায়ক সাখাওয়াত হোসাইন শিপন, ডা. আজাদুল ইসলাম, কলেজ শিক্ষার্থী অর্ণব বড়ুয়া, ডা.একেরামুল হক শামসুল আলম।

সাখাওয়াত হোসাইন বলেন, আমাদের বহুল প্রত্যাশিত চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন চালু হলেও আমরা রেল যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত। আমাদের এ অঞ্চলে চার লাখ মানুষের বসবাস কিন্তু স্টপেজ ও কাউন্টার চালু না থাকাতে যাতায়াত সুবিধা পাচ্ছে না। কাউন্টার চালু করার যে নিয়মনীতি সব এই স্টেশনে বিদ্যমান। আমরা অবিলম্বে স্টপেজ ও কাউন্টার চালু করার জোর দাবি জানাচ্ছি।অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

ডা. আজাদুল ইসলাম বলেন, আমাদের এলাকা থেকে অনেক শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন কলেজে পড়াশোনা করছে কিন্তু রেল যাতায়াত সুবিধা না পাওয়াতে যাতায়াত করতে কষ্ট হচ্ছে। স্টপেজ ও কাউন্টার চালু হলে যাতায়াতে কষ্ট লাঘব হবে। তিনি আরও বলেন, আমাদের এই অঞ্চলে কৃষি পণ্য উৎপাদন হয় যোগাযোগ সুবিধার অভাবে ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না। রেলে পন্য সরবরাহ করতে পারলে বাড়তি সুবিধা পাবে। তিনি আরও বলেন, আমাদের বুকের উপর রেল চলবে আমরা সুবিধা পাবো না তা আমরা মানি না।

বিক্ষোভকারীরা এক পর্যায়ে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ অবরোধ করেন। এসময় কক্সবাজারগামী ট্রেনটি অবরোধ করে বিক্ষোভ করলে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভকরীরাসমাবেশ শেষ করে চলে যান।

সাখাওয়াত হোসাইন বলেন, নির্দিষ্ট সময়ে দাবি পূরণ না করলে আগামী ২ ফেব্রুয়ারি হারবাং রেল স্টেশন অবরোধ করা হবে।

1Shares