কক্সবাজারের চকরিয়া এডভোকেট এসোসিয়েশন (আইনজীবী সমিতি) কার্যকরী কমিটির নির্বাচন বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। চকরিয়া আদালতস্থ এডভোকেট এসোসিয়েশনের কার্যালয়ে বিকেল দুইটায় শুরু হয়ে বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়। পরে গননা শেষে নির্বাচন কমিশন লিখিতভাবে ভোটের ফলাফল ঘোষণা করে।
বৃহস্পতিবার সভাপতি, সাধারণ সম্পাদক, পাঠাগার সম্পাদক এবং একটি সদস্যসহ (জুনিয়র) চারটি পদে ভোট গ্রহণ হয়। নির্বাচনে মোট ৬৭ জন ভোটার উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর আগে কার্যকরী কমিটির অপর ৭টি পদে সাতজন বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের সভাপতি পদে এডভোকেট শহিদুল্লাহ চৌধুরী ৩৬ পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম হয়েছেন বিদায়ী কমিটির সভাপতি এডভোকেট হাবিব উদ্দিন মিন্টু। তিনি পেয়েছেন ৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে এডভোকেট সাইদুর রহমান জিকু ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম হয়েছেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মিফতাহ উদ্দিন আহমদ। তিনি পেয়েছেন ৩০ ভোট। পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মো. আইয়ুব ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম হয়েছেন এডভোকেট নজরুল ইসলাম। তিনি পেয়েছেন ২৯ ভোট। সদস্য পদে (জুনিয়র) ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এডভোকেট ডলি সিদ্দিকী। তাঁর নিকটতম হয়েছেন এডভোকেট আশিকুল বছির নকিব। তিনি পেয়েছেন ২৮ ভোট।
এছাড়া এডভোকেট এসোসিয়েশনের নির্বাচনে এডভোকেট নুরুল আলম নিয়াজী ও এডভোকেট মোকাম্মেল হক মানিক সহসভাপতি, এডভোকেট জাহিদুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক, এডভোকেট আবু হুজাইব জেলা প্রতিনিধি, এডভোকেট আবছার উদ্দিন আপ্যায়ন সম্পাদক, সদস্য পদে (সিনিয়র) দুইজন এডভোকেট গিয়াস উদ্দিন ও এডভোকেট শাহরিয়ার ফয়সাল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী কমিটিতে নির্বাচিত হয়েছেন।
ভোট গননা শেষে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় এডভোকেট এসোসিয়েশনের সদস্য সকল আইনজীবীর উপস্থিতিতে নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নুরুল হুদা, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট ওকেএম শেখ সাদী এবং সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট ফয়জুল কবির লিখিতভাবে চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের কার্যকরী কমিটির নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন।
প্রসঙ্গত এডভোকেট শহিদুল্লাহ চৌধুরী এবারসহ ৮ বার সভাপতি ও এডভোকেট সাইদুর রহমান জিকু দ্বিতীয়বার চকরিয়া এডভোকেট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।