👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া পৌরসভার মজিদিয়া মাদ্রাসা পাড়া এলাকায় স্বামী কর্তৃক স্ত্রী ও শাশুড়িকে উপর্যুপরি ছুরিকাঘাতের ১৪ দিন মারা গেছেন শাশুড়ি। আজ শুক্রবার ভোর সোয়া পাঁচটায় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর নাম পারভিন আকতার (৩৮)। তিনি মজিদিয়া মাদ্রাসা পাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী।
এর আগে ১৭ জানুয়ারি দুপুর দেড়টার দিকে মারা যান তাঁর মেয়ে উম্মে হাফছা (১৮)। পারভিন ও উম্মে হাফছাকে একসঙ্গে ছুরিকাঘাত করেন হাফছার স্বামী শওকত হাসান ওরফে মেহেদী। ওই দিন রাতেই পাশের লামা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার ঘেঁটে দেখা যায়, ৮ মাস আগে উম্মে হাফছাকে তুলে নিয়ে বিয়ে করেন শওকত হাসান। এ ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হলে হাফছাকে নির্যাতন শুরু করেন শওকত ও তাঁর পরিবারের লোকজন। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে গত ৫ ডিসেম্বর উম্মে হাফছা বাপের বাড়িতে চলে যান। এবিষয় নিয়ে হাফছা ও শওকত হাসানের পরিবারের লোকজনের মধ্যে তীব্র মনোমালিন্য চলছিল। ১৬ জানুয়ারি রাতে শওকত হাসান উম্মে হাফছার বাপের বাড়িতে গিয়ে তাকে নিয়ে যেতে চাইলে বাধা দেন পরিবারের সদস্যরা। ওই সময় উম্মে হাফছাকে মারধর করেন শওকত। পরদিন ১৭ জানুয়ারি দুপুরে বাড়ির পুরুষ সদস্যরা জুমা পড়তে মসজিদে গেলে শওকত হাসান বাড়িতে ঢুকে উম্মে হাফছা ও তাঁর মা পারভিন আকতারকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। জুমার নামাজ শেষে বাড়ি ফিরে পারভিন ও উম্মে হাফছাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন বাড়ির পুরুষ সদস্যরা। দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাফছাকে মৃত ঘোষণা করা হয় এবং গুরুতর আহত অবস্থায় পারভিন আকতারকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়।
পার্কভিউ হাসপাতালের ডিজিএম হুমায়ুন কবির বলেন, ঘটনার দিন থেকে পার্কভিউতে রেখে চিকিৎসা চলছিল পারভিন আকতারের। তাঁর প্রচুর রক্তক্ষরণ হয় এবং নাড়ি-ভুড়ি বের হয়ে যায়। ১৪দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ ভোর পাঁচটার দিকে মারা যান তিনি। গত পাঁচদিন ধরে আইসিইউতে ছিলেন পারভিন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ঘটনার দিন রাতেই শওকত হাসানকে লামা থেকে গ্রেপ্তার করা হয়। হত্যার ঘটনায় আব্দুল হামিদ বাদি হয়ে শওকত হাসান, তাঁর বাবা আবুল হাশেম, মা মমতাজ বেগম, বোন সুমাইয়া আকতার ও প্রতিবেশী আব্দুল হাকিমকে আসামি করে মামলা করেছেন। গ্রেপ্তার আসামি শওকত হাসান ১৮ জানুয়ারি হত্যার ঘটনায় দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ওসি বলেন, আজ শুক্রবার ভোরে একই ঘটনায় আহত পারভিন আকতারও মারা গেছেন। অন্য আসামিদের ধরতে পুলিশ চেষ্টা করছে।