👤 নিজস্ব প্রতিবেদক, পেকুয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালীতে জায়গা দখল করতে গিয়ে অস্ত্র উঁচিয়ে গুলি করার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরছে। পরে খোঁজ নিয়ে জানা গেছে অস্ত্র উঁচিয়ে গুলি করা ব্যক্তির নাম আব্দুল্লাহ আল নোমান ওরফে হাদিস (৩০)। তিনি রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া এলাকার ছৈয়দ মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন বলেন, গত ২৯ জানুয়ারি বিকেল চারটার দিকে আব্দুল্লাহ আল নোমান ওরফে হাদিসের নেতৃত্বে আজম উদ্দিন ও নেজাম উদ্দিনসহ অন্তত ১৫-১৬ জন স্বশস্ত্র ব্যক্তি টেকঘোনা পাড়ার আবুল হোছাইনের ৫০ শতক জায়গা দখল করতে যায়। এসময় আবুল হোছাইনের পরিবারের সদস্যরা বাধা দিলে তাঁদের ছত্রভঙ্গ করতে গুলি ছুঁড়েন আব্দুল্লাহ আল নোমান ও অন্যান্য স্বশস্ত্র ব্যক্তিরা।
ভিডিও চিত্রটিতে দেখা যায়, আব্দুল্লাহ আল নোমানের হাতে লম্বা একটি বন্দুক। এই বন্দুক দিয়ে তিনি আবুল হোছাইনের পরিবারের সদস্যদের লক্ষ্য করে একের পর এক গুলি ছুড়তে থাকেন। এক পর্যায়ে আবুল হোছাইনের পরিবারের সদস্যরা ভয়ে বসতঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন।
আবুল হোসেন বলেন, ৫০ শতক জায়গা নিয়ে আমাদের ভাইদের সঙ্গে বোন পুতিলা বেগমের জায়গা নিয়ে বিরোধ চলছে। এবিষয়ে চকরিয়া সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলছে। এরই মধ্যে ভাড়াটিয়া স্বশস্ত্র সন্ত্রাসী দিয়ে আমাদের জমি দখলের চেষ্টা করা হয়। এঘটনায় আবুল হোছাইন বাদি হয়ে পেকুয়া থানায় ১০জনের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেছেন। পেকুয়া থানার একজন এসআই নাম প্রকাশ না করার শর্তে বলেন, অস্ত্র উঁচিয়ে গুলি করার ভিডিওটি যেদিন ভাইরাল হয়, ওই দিন রাতে একদল পুলিশ নিয়ে অস্ত্রধারীদের বসতঘরে অভিযান চালানো হয়। তবে অস্ত্রধারীদের কাউকে পাওয়া যায়নি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।