Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় পাঁচ লাখ টাকার যৌতুক দাবির মামলায় রেলওয়ে কর্মী জেলহাজতে

পাঁচ লাখ টাকার যৌতুক দাবির মামলায় কক্সবাজারের পেকুয়ায় দিদারুল ইসলাম (৩৫) নামের এক রেলওয়ে কর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ারুল কবির তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এর আগে গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলার বারবাকিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পেকুয়া থানা পুলিশ।

দিদারুল পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পশ্চিম পাহাড়িয়া খালীর নবী হোছাইনের ছেলে। তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনের গেট কিপার হিসেবে কর্মরত আছেন।

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১২ নভেম্বর দিদারুল ইসলামের সঙ্গে মগনামা ইউনিয়নের হারুন মাতবরপাড়ার জাকের হোছাইনের মেয়ে আয়েশা জান্নাতের বিয়ে হয়। বিয়ের পর থেকে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করছিলেন দিদারুল। সর্বশেষ গত বছরের ৩০ আগস্ট দু’পক্ষের সালিশ বৈঠকে ফের পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। পরে গত বছরের ৯ সেপ্টেম্বর দিদারুলের বিরুদ্ধে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক দাবির মামলা দায়ের করেন আয়েশা জান্নাত। আদালত ১১ নভেম্বর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পেকুয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আপ্যায়ন বড়ুয়া বলেন,গ্রেপ্তারি পরোয়ানামূলে দিদারুলকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

0Shares