কক্সবাজারের পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত নয়টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের জালিয়াকাটা এলাকায় আমিনুর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পেকুয়া থানা পুলিশ। তিনি ওই এলাকার আবু তাহেরের ছেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, আমিনুর রশিদ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ফেসবুকে বর্তমান সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক লেখালেখি করছিলেন। এছাড়া ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হলেও পেকুয়ায় তাঁর নেতৃত্বে নেতা-কর্মীদের সংগঠিত করার চেষ্টা চলছিল। খবর পেয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দূর্জয় বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওসি বলেন, অস্ত্র ও হত্যাচেষ্টাসহ পেকুয়া থানায় আমিনুর রশিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ মঙ্গলবার তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।