Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় রামপুর সমিতির চিংড়ি ঘেরের খামারঘরে অগ্নিসংযোগ, লুটপাট

চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের রামপুর সমবায় ও  কৃষি উপনিবেশ সমিতির মালিকানাধীন চিংড়ি ঘের ও খামারে ব্যাপক তান্ডব চালিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এসময় সমিতির ঘের লাগোয়া বেড়িবাঁধে বসবাসরত তিনজন সদস্যের খামারঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। হামলা তান্ডবের সময় অস্ত্রের মুখে লুট করে নিয়ে গেছে গরু-ছাগল ও বিভিন্ন মালামাল। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে এ হামলা তান্ডবের ঘটনাটি ঘটে।

রামপুর সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির সম্পাদক শহিদুল ইসলাম লিটন বলেন, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে  ১০-১৫ জনের অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত হামলা চালায় রামপুর সমিতির চিংড়িঘের ও খামারঘরে। এসময় সন্ত্রাসীরা রামপুর সমিতির সদস্য জয়নাল আবেদীন, শাহ আলম ও আহমদ মিয়ার পরিবার সদস্যদের জোরপূর্বক বের করে দিয়ে একে একে তিনটি খামারঘরে আগুন ধরিয়ে দেয়।

সমিতির সম্পাদক শহিদুল ইসলাম লিটন বলেন, আগুনে তিনটি খামার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। হামলা তান্ডবের সময় সন্ত্রাসীরা ওই তিন পরিবারের গরু-ছাগল ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় আমরা ঢাকা থেকে ফিরে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেব।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, রামপুর সমিতির চিংড়ি ঘেরে হামলা ও খামারঘরে অগ্নিসংযোগের ঘটনাটি আক্রান্ত পক্ষথেকে জানানো হয়নি। তবে এ সংক্রান্ত লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0Shares