
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন সৈনিকলীগের সভাপতি মোহাম্মদ ফোরকানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার গভীররাতে পেকুয়া উপজেলার বারবাকিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ ফোরকান রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়ার আবুল হোছাইনের ছেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ফোরকান একাধিক মামলার আসামি। এছাড়া তাঁর বিরুদ্ধে ক্ষমতার দাপটে নিরীহ মানুষকে নির্যাতন, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। আজ সোমবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
1Shares