👤 নিজস্ব প্রতিবেদক, পেকুয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলার নোয়াখালীপাড়া-রাজাখালী সেতুর নির্মাণ কাজের পাইলিংয়ের তেপায়া ভেঙে চাপা পড়ে আব্দুল কাইয়ুম (৩৯) নামের একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাইয়ুম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের আদর্শ বাজার গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
সেতুর নির্মাণ কাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক বলেন, পাইল সেন্টারের কাস্টিং শেষ হওয়ার পর তেপায়া সেন্টার সরানোর জন্য চেষ্টা করলে একটি তেপায়া ভেঙে যায়। এসময় পাইলিংয়ের নিচে থাকা আব্দুল কাইয়ুম চাপা পড়েন। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জানতে চাইলে সেতু নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক মো. হাসান বলেন, একটি পাইলিংয়ের কাজ শেষ করে অন্য পাইলিংয়ের কাজ করার জন্য তেপায়া সেন্টার সরানোর সময় ওই তেপায়াটি ভেঙে যায়। অন্য শ্রমিকেরা দৌঁড়ে সরে যেতে পারলেও কাইয়ুম একবারে নিচে থাকার কারনে চাপা পড়েন। এতে তাঁর মৃত্যু হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সেতুর নির্মাণ কাজ করতে গিয়ে একজন শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।