👤 নিজস্ব প্রতিবেদক, পেকুয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রবাসীদের সংগঠন ওয়েলফেয়ার শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার ডুরস্কার বিতরণ আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
২০২৪ সালে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল, সাধারণ গ্রেড ও বিশেষ সাধারণ গ্রেড-এই তিন ক্যাটাগরিতে ৩১জন বৃত্তি লাভ করে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে নগদ টাকা, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা, পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, ওয়েলফেয়ার শিক্ষা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাংবাদিক এস এম হানিফ, উপদেষ্টা এফ এম সুমন, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধার সম্পাদক দিদারুল করিম, সাংবাদিক দেলোয়ার হোছাইন। এসময় উপস্থিত ছিলেন পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনসারী, ওয়েলফেয়ার শিক্ষা ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ সায়েদ ও তারেক নাজেরী।