👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশনে ভাতিজার ছুরিকাঘাতে মোহাম্মদ হোছাইনগীর (৩৬) নামের একজন খুন হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। তবে আজ শনিবার রাত ১০টা পর্যন্ত পুলিশ ভাতিজাকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত মোহাম্মদ হোছাইনগীর বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছনুয়াপাড়ার মোহাম্মদ শরীফের ছেলে।
প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, শুক্রবার বিকেল পাঁচটার দিকে ছনুয়াপাড়ার বাড়ির উঠানে হোছাইনগীরের স্ত্রীর সঙ্গে হাছানগীরের স্ত্রীর ঝগড়া হয়। এসময় হোছাইনগীর হাছানগীরের স্ত্রীকে দুয়েকটি চড় থাপ্পড় দেন। পরে সন্ধ্যা পৌনে সাতটার দিকে হোছাইনগীর বাড়ি থেকে বের হয়ে পাশের ফুলতলা স্টেশনে গিয়ে একটি চায়ের দোকানে নাস্তা করছিলেন। এসময় হাছানগীরের ছেলে মোহাম্মদ ফোরকান ওরফে কালু (১৯) কোমরে ছুরি নিয়ে ওই দোকানে ঢুকেন। তাঁর মাকে কেন মেরেছে-এটা জিজ্ঞেস করে কোমর থেকে ছুরি বের করে হোছাইনগীরের বুকে পরপর তিনটি ছুরিকাঘাত করেন ফোরকান। এসময় হোছাইনগীর মেঝেতে ঢলে পড়েন। ছুরিকাঘাতের পর ফোরকান পালিয়ে যান। পরে স্থানীয়রা হোছাইনগীরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে। তাঁরা জানিয়েছেন, ফোরকানের ছুরিকাঘাতেই হোছাইনগীরের মৃত্যু হয়েছে। এসময় ফোরকানের সঙ্গে অন্য কেউ ছিলেন না।
ওসি বলেন, ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভাতিজা ফোরকানকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।