
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবী হোছাইনকে গ্রেপ্তারের পর তাঁর স্বীকারোক্তিতে দুটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তাকে গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের চকবাজার থানা পুলিশ তালপট্টি এলাকা থেকে গ্রেপ্তারের পর চকরিয়া থানা পুলিশকে হস্তান্তর করে। এরপর নবী হোছাইনকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, নবী হোছাইনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক, চুরিসহ বিভিন্ন অভিযোগে ২২টি মামলা রয়েছে। চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের পর তাকে চকরিয়া থানায় আনা হলে তাঁর স্বীকারোক্তি মতে অভিযান চালিয়ে বাড়ি থেকে একটি একনলা বন্দুক, একটি এলজি ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি বলেন, গতকাল সোমবার দুপুরে নবী হোছাইনকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে নবী হোছাইনকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে দাবীতে গতকাল সোমবার বিকেল তিনটার দিকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সড়কে মানববন্ধন করেছে স্থানীয় লোকজন। ‘সাহারবিল ইউনিয়নের আপামর জনসাধারণ’ এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে হাজারো নারী-পুরুষ অংশ নেন। তাঁদের দাবী, সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইনকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রাতের আঁধারে অস্ত্র দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। তাঁরা নবী হোছাইনের মুক্তির দাবী জানিয়েছেন।