
দহরতালের সমর্থনে টায়ার পোড়ানোয় নেতৃত্ব দেওয়া কক্সবাজারের চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা ওরফে পারভেজকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আজ বুধবার দুপুরে তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
হরতালের সমর্থনে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী মঙ্গলবার ভোরে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর ভেন্ডিবাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন। পুলিশ দাবি করছে, এতে নেতৃত্ব দিয়েছেন ছাত্রলীগের নেতা সোহেল রানা।
সোহেল রানার পরিবারের অভিযোগ, পুলিশ গ্রেপ্তারের সময় সোহেল রানাকে ব্যাপক মারধর করেছে। তবে পুলিশ বলছে, গ্রেপ্তারের সময় পালাতে গিয়ে উষ্টা খেয়ে সোহেল রানা আহত হন। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, নাশকতার সুনির্দিষ্ট অভিযোগে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ দেখে ভয়ে পালাতে গিয়ে তিনি আহত হন। আজ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
								
		
													




