👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিলের ফতিহারঘোনা এলাকা থেকে আটটি ঝুপড়ি ঘর উচ্ছেদ করা হয়েছে। এসময় বন্যহাতি হত্যায় ফাঁদ হিসেবে ব্যবহৃত ৪৪ গজ জিআই তার জব্দ করা হয়।
আজ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বনবিভাগের লোকজন বলেন, কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন ফাঁসিয়াখালী বনবিটের উচিতার বিল মৌজার ফতিহারঘোনা নামক এলাকায় বনভূমি দখল করে আটটি ঝুপড়ি ঘর তৈরি করা হয়। এছাড়া ওই এলাকায় তামাকখেত, ধানচাষ ও সবজিখেত রক্ষায় জিআই তার দিয়ে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করা হয়। খবর পেয়ে বনবিভাগ ফতিহারঘোনা এলাকায় অভিযান চালিয়ে আটটি ঝুপড়ি ঘর উচ্ছেদ করা হয়। এতে পাঁচ একর বনভূমি দখলমুক্ত হয়েছে। এছাড়া বন্যপ্রাণী হত্যা করে পুরো বন দখলে নেওয়ার উদ্দেশ্যে জিআই তার দিয়ে ফাঁদ তৈরিতে ব্যবহৃত ৪৪ গজ জিআই তার জব্দ করা হয়।
স্থানীয় লোকজন বলেন, ফতিহারঘোনা এলাকায় বনবিভাগের জায়গা দখল করে কিছু প্রভাবশালী লোকের নেতৃত্বে বেশকিছু ঝুপড়িঘর তৈরি করে। এছাড়াও বনের ভেতরের চাষযোগ্য বিপুল পরিমাণ জমি দখল করে তামাকখেত করা হয়েছে।
ফাঁসিয়াখালী বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, আটটি ঝুপড়ি ঘর উচ্ছেদ করে পাঁচ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে। এছাড়া ৪৪ গজ জিআই তার জব্দ করা হয়েছে। বন, বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে।