👤 এম.মনছুর আলম, চকরিয়া
“বৈষম্যহীন সমাজ বিনির্মানে স্কাউটিং” এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউট চকরিয়া উপজেলার আয়োজনে ১২তম উপজেলা স্কাউট সমাবেশ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৩ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন পৌর কমিউনিটি সেন্টার মাঠে উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত স্কাউট সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউট চকরিয়া উপজেলার সভাপতি মো: আতিকুর রহমান।
চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা স্কাউটের সহ-সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কাব লিডার এস এম এরফানুল হকের সঞ্চালনায় আয়োজিত স্কাউট সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউট চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক আতীকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সমাবেশ চীফ ও কমিশনার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর,
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসিউর রহমান আরিফ।
স্কাউট সমাবেশে উপস্থিত ছিলেন চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ মো: সালাহ উদ্দিন, বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কাদের বাবুল, বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম, স্কাউট সমাবেশ প্রোগ্রাম চীফ মাহমুদুল করিম, উপজেলা স্কাউটের যুগ্ন সম্পাদক রফিক উদ্দিন, ট্রেজারার এহেছানুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও স্কাউট সমাবেশের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্কাউট সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট সভাপতি মো: আতিকুর রহমান বলেন- স্কাউট সমাবেশ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। সেবার ব্রত নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এই স্কাউট সমাবেশ থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে নিজেদেরকে আত্ম-নিয়োজিত করবেন। স্কাউটিংয়ের আদর্শে শিক্ষার্থীদের সুশৃংখল জীবন গঠনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
উল্লেখ্য, এবারে ১২তম উপজেলা স্কাউট সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত ৬৩টি স্কাউট ইউনিট অংশগ্রহণ করছে। এতে প্রতিটি ইউনিটে ৮ জন করে স্কাউট শিক্ষার্থী, ১জন করে ইউনিট লিডার, ৩৮ জন কর্মকর্তা, ২২ জন স্বেচ্ছাসেবক, বিভিন্ন প্রতিষ্টান থেকে আগত রোভার স্কাউট সমাবেশে অংশগ্রহণ করছে। উক্ত সমাবেশ ২৩ ফেব্রুয়ারী থেকে আগামী ২৫ ফেব্রুয়ারী তাবু জলসা অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।