
কক্সবাজারের পেকুয়ায় বিশ্ব স্কাউট দিবস উদযাপিত হয়েছে। উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের (বিপি) ১৬৮ তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউট দিবস পালিত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর একটায় বিপি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের রেক্টর মোহাম্মদ মকবুল আলী। স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক স্কাউটার মো. আরকান। ইউনিট লিডার হেফাজ উদ্দিনের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজহারুল ইসলাম, এনামুল হক, এস.এম. মুজতবা, জিয়াউর রহমান। আলোচনা সভা শেষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। দিনটি স্কাউটদের কাছে “ফাউন্ডার ডে” আর গার্ল গাইডদের কাছে “থিংকিং ডে” হিসাবে পরিচিত।