Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায় বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক নারী ও তাঁর শিশু সন্তান নিহত হয়েছে। দুর্ঘটনার পর তাঁদের পরিচয় সনাক্ত না হলেও আজ সোমবার সকালে পরিচয় পাওয়া গেছে। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফাজিল খাঁ হাট এলাকার নোমান রশিদের স্ত্রী আইরিন নিগার (৩৫) ও তাঁর ৬ মাস বয়সী শিশু সন্তান মো. আরহাম। আজ সকালে নিহত নারীর স্বামী নোমান রশিদ পরিচয় সনাক্ত করেন।

হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারমুখী ট্রাকটি পাথরবোঝাই ছিল। উত্তর হারবাং এলাকায় ওই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের নারী যাত্রী আইরিন নিগার। আহত হন তাঁর শিশু সন্তানসহ আরও পাঁচজন। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা যানজটে আটকা পড়তে হয় শতাধিক যানবাহনকে। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে মারা যায় নিহত নারীর শিশু সন্তান মো. আরহাম।

চিরিংগা হাইওয়ে পুলিশের পরিদর্শক আরিফুল আমিন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহত নারীর পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আইরিন নিগার। একই দুর্ঘটনায় তাঁর শিশু সন্তান আরহামও মারা গেছে। আইরিন একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করতেন। কক্সবাজার থেকে চট্টগ্রাম ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মা-ছেলে দুজনই নিহত হন। প্রথমে তাঁদের পরিচয় পাওয়া না গেলেও আজ সকালে আইরিনের স্বামী পরিচয় সনাক্ত করেছেন।

3Shares