👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাটাখালী এলাকায় এক প্রবাসীর বসতঘরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার স্থানীয় বিএনপির তিন নেতা-কর্মীর মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন থেকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন বলেও অভিযোগ করা হয়।
বুধবার দুপুর একটার দিকে চকরিয়া আদালতের সামনে সচেতন এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে চকরিয়া থানার প্রধান ফটকে আসেন লোকজন। এসময় থানার গেট ধরে ধাক্কাধাক্কিও করেন তাঁরা।
গত শুক্রবার দিবাগত রাতে চকরিয়া থানার পাশের একটি ভবনের নিচতলায় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী শ্রীমন্ত দাশের বসতঘরে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল বাড়ির দারোয়ান রবি দাশকে (৫০) গলায় ছুরি ধরে বাড়ির গেট খুলতে বাধ্য করে। পরে পরিবারের সদস্যদের জিম্মি করে তিন ভরি স্বর্ণ, চার ভরি রুপা ও ১২হাজার টাকা লুট করা হয়। ঘটনার পর চকরিয়া থানা পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করে। রোববার ভোরে পুলিশ অভিযান চালিয়ে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. নয়ন চৌধুরী (৪৫), ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. ইসমাইল (৩৫) ও বিএনপি কর্মী মো. হানিফকে (৪৩) গ্রেপ্তার করে।
মানববন্ধনে বক্তব্য দেন চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ওমর আলী। উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মনোহর আলম।
মানববন্ধনে ওমর আলী দাবি করেন, গ্রেপ্তার তিন বিএনপি নেতা-কর্মী ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত নন। সিসিটিভি ফুটেজ আমরাও জনসম্মুখে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছি। কারও অঙ্গভঙ্গি, কারও হাঁটা যদি আপনার মতো হয়, তাহলে তাকে গ্রেপ্তার করবেন, ডাকাত বানাবেন, পিটিয়ে ডাকাত হিসেবে স্বীকারোক্তি আদায় করবেন এটা কখনও হতে পারে না। চকরিয়া থানার ওসিকে বলতে চাই, আপনার চাকরির অভিজ্ঞতা কতবছর জানি না। তবে আপনার দুর্বল অভিজ্ঞতার ফসল হচ্ছে হানিফকে গ্রেপ্তার করা। এরপর হানিফকে ছাড়িয়ে আনতে গেলে আপনি নয়ন চৌধুরীকে গ্রেপ্তার করলেন। আপনি কার ইন্ধনে, কার ইশারায় তাঁদের গ্রেপ্তার করলেন। মূলত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে আপনি মরিয়া হয়ে উঠেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ডাকাত ধরলে যদি দোষী হই। তাহলে এখানে আর কি বলার আছে। সকল তথ্য প্রমাণ নিয়েই ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন ওসি।