Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় গ্যাস-তেলের দোকানে হামলা করে ১০ লাখ টাকা লুট

কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরের চৌমুহনী এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এসময় বাধা দিতে গেলে ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়।

বুধবার সন্ধ্যা ছয়টার দিকে পেকুয়া চৌমুহনীর মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের ওই ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত রিয়াজ উদ্দিন (৪০) বিসমিল্লাহ এন্টারপ্রাইজের মালিক। তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিসমিল্লাহ এন্টারপ্রাইজ গ্যাস সিলিন্ডার ও তেলের দোকান।

প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, সন্ধ্যা ছয়টার দিকে দোকানের কর্মচারীদের নিয়ে ইফতার করতে প্রস্তুতি নিচ্ছিলেন রিয়াজ উদ্দিন। এসময় ৭-৮জন দুর্বৃত্ত দোকানে ঢুকে ক্যাশ বাক্স নিয়ে টানাটানি করেন। এতে বাধা দিলে লোহার রড দিয়ে রিয়াজের মাথায় আঘাত করেন দুর্বৃত্তরা। পরে দুর্বৃত্তরা দোকানের বিভিন্ন জিনিসপত্র ভেঙে ক্যাশ বাক্স থেকে ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

আহত রিয়াজ উদ্দিনের ভাই সরওয়ার উদ্দিন বলেন, দুর্বৃত্তরা হামলা, ভাঙচুর ও লুটপাটে সময় ব্যয় করেছে মাত্র ৩-৪ মিনিট। এরমধ্যে টাকা লুট করে সটকে পড়েন। আশপাশের ব্যবসায়ীরা রিয়াজ উদ্দিনকে হাসপাতালে ভর্তি করে। তিনি বলেন, এ ঘটনা পরিকল্পিত। হামলাকারীদের আমরা চিনতে পেরেছি। তাঁদের বিরুদ্ধে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।

পেকুয়া চৌমুহনী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ছিদ্দিকী বলেন, ইফতারের সময় হামলা ও লুটের ঘটনাটি ঘটেছে। পেকুয়া থানায় খবর দিলে এসআই পল্লবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

0Shares