Search
Close this search box.
Search
Close this search box.

কাউন্সিলর নুরুস শফির বাড়িতে সন্ত্রাসী হামলা, স্বর্ণ ও টাকা লুট

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সদ্য সাবেক কাউন্সিলর এম নুরুস শফির বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় কাউন্সিলর নুরুস শফির স্ত্রীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ৮ ভরি স্বর্ণ ও নগদ ৬ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

গতকাল বুধবার (১৯ মার্চ) সন্ধা ৬টার দিকে (ইফতারের সময়) চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাজীরপাড়া এলাকার পশ্চিম মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।

কাউন্সিলর নুরুস শফি জানান, চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের তরছঘাটার এলাকার সেলিমের নেতৃত্বে ১৫-২০জনের অস্ত্রধারী সন্ত্রাসী ইফতারের সময় আমার বাড়ির দরজা খুলে বাড়িতে প্রবেশ করে। ওইসময় তারা দেশি অস্ত্র উঁচিয়ে আমার পরিবারের সদস্যদের জিম্মি করে বাড়ির চারপাশে ব্যাপক হামলা চালায়। বাড়িতে আমার মা ও স্ত্রীসহ কয়েকজন নারীকে পিটিয়ে জখম করে। পরে বাড়ির ভেতরে আলমারি, সুটকেসসহ বেশকিছু আসবাবপত্র ভাংচুর, আলমিরা ভেঙে ৮ভরি স্বর্ণসহ নগদ ৬ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার সময় আমার পরিবার সদস্যরা চিৎকার করলে প্রতিবেশি লোকজন এগিয়ে আসে। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

কাউন্সিলর এম নুরুস শফির স্ত্রী হাসিনা শফি জানান, হামলাকারী সেলিম একজন চিহিৃত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তার নেতৃত্বে আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে সবকিছু লুটপাট করে নিয়ে যায়। খবর পেয়ে চকরিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন বলে জানান তিনি।

এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর নুরুস শফি।

0Shares