
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার বেলা ১১টার দিকে মগনামা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ। শিশুটিকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মকছুদ আহমদ (৪০)। তিনি উপজেলার মগনামা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফতেহআলী মায়ের পাড়া এলাকার মৃত গুরা মিয়ার ছেলে। শিশুটি স্থানীয় একটি নূরানী মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে।
স্থানীয় লোকজন বলেন, মগনামা লঞ্চঘাট এলাকায় প্রতিবন্ধী সংগঠনের একটি কার্যালয় রয়েছে। এই কার্যালয়টি দেখভাল করেন মকছুদ আহমদ। কার্যালয়ের কিছু অংশে তিনি পানের দোকানও করেন। বুধবার বেলা ১১টার দিকে দোকানটির সামনে দিয়ে যাওয়ার সময় কিছু ব্যক্তি এক শিশুর কান্নার শব্দ শুনেন। এসময় তাঁরা দোকানের ভেতরে ঢুকে মকছুদকে নগ্ন অবস্থায় পান এবং শিশুটিকে পানের দোকানের শোকেস থেকে উদ্ধার করেন। স্থানীয় লোকজন মকছুদকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, ধর্ষণ চেষ্টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মকছুদকে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় এজাহার দিয়েছেন। এজাহারটি নিয়মিত মামলা হিসেবে রুজু হবে।