
কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় এলাকার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত কমিটির ৯ জনের মধ্যে ৬ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে তরুণ শিক্ষানুরাগী মো. ফোরকান উদ্দিন সভাপতি নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম ম্যানেজিং কমিটির সভা শেষে লিখিতভাবে ফলাফলে ফোরকান উদ্দিনকে সভাপতি পদে বিজয়ী ঘোষণা করেন।
তাঁর আগে গত ১৭ মার্চ অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে ঢেমুশিয়া জিন্নাত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরীর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. ওমর ফারুক ১৫২ ভোটে প্রথম, সাহাব উদ্দিন ১২০ ভোট পেয়ে দ্বিতীয়, জকির আহমদ ১১২ ভোট পেয়ে তৃতীয় ও মো. নুরুচ্ছাফা ৯০ ভোট পেয়ে চতুর্থ অভিভাবক সদস্য এবং নুরজ্জাহান বেগম ১২৭ ভোট পেয়ে সংরক্ষিত নারী অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।
এছাড়া মিজবাহ উদ্দীন চৌধুরী বিনাপ্রতিদ্বন্দিতায় দাতা সদস্য এবং সহকারী শিক্ষক জারুল্লাহ, সহকারী শিক্ষক নাজিম উদ্দীন ও সহকারী শিক্ষক সাজেদা বেগম বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসারুল হক পদাধিকার বলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
শনিবার ঢেমুশিয়া জিন্নতআলী চৌধুরী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনি সভা ও সভাপতি পদে নির্বাচন পরিচালনাকালে উপস্থিত ছিলেন ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আলম জিকু, সাবেক মেম্বার ফজল করিম, ঢেমুশিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি শওকত ওসমান, ছাত্রদলের সভাপতি নুরুল হক এবং বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক মহল।
চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিসাইডিং কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, গত ২০ ফেব্রুয়ারী ঢেমুশিয়া জিন্নতআলী চৌধুরী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী গত ১৭ মার্চ কমিটির অভিভাবক সদস্য, দাতা সদস্য ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। সকলের মতামতের ভিত্তিতে কমিটির প্রথম সভা ও সভাপতি নির্বাচন গত বৃহস্পতিবার (২০ মার্চ) আয়জনের কথা ছিল। কিন্তু তাঁরা (কমিটির সদস্য) সময় চেয়ে আবেদন করায় দুইদিন পিছিয়ে শনিবার কমিটির সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, প্রধান শিক্ষক ছাড়া কমিটির ৯ জন সদস্যের মধ্যে ৬ জন গতকাল শনিবার উপস্থিত হয়ে ম্যানেজিং কমিটির প্রথম সভা সম্পন্ন করেছে। সভায় ৬ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে তরুণ শিক্ষানুরাগী ফোরকান উদ্দিন সভাপতি নির্বাচিত হয়েছেন।