Search
Close this search box.
Search
Close this search box.

টেকনাফে ‘মাদক সেবনে বাধা’ দেওয়ায় গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের টেকনাফে ছুরিকাঘাতে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। তাঁর নাম জান্নাত আরা (৩৫)। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালীর পূর্ব মহেশখালীয়া পাড়ার এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আলম বলেন, আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মোহাম্মদ ইব্রাহিম ওরফে লুতিয়া নিজ বাড়িতে মাদক সেবনের প্রস্তুতি নিচ্ছিলেন। ছোট ভাই মোহাম্মদ ইসমাইলের স্ত্রী জান্নাত আরা উঠানে কাপড় শুকাতে দিতে গিয়ে এসব দেখেন, ঈদের সময় মেহমান আসবে তাই মাদক সেবন না করার জন্য বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে জান্নাতকে উপর্যুপরি আঘাত করেন ইব্রাহিম। এতে অতিরিক্ত রক্তক্ষরণে জান্নাত আরার মৃত্যু হয়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাহেরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর অভিযুক্ত ইব্রাহিম পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।

0Shares