
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) রাত আটটা থেকে গতকাল শনিবার ভোররাত পর্যন্ত থানা পুলিশের একাধিক টিমের সাঁড়াশি অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার চকরিয়া থানার মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
থানা পুলিশ জানিয়েছে, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ৪ এপ্রিল রাত থেকে গতকাল ৫ এপ্রিল সকাল পর্যন্ত ২৪ ঘন্টা সময়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলার চারজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার চার আসামিকে সংশ্লিষ্ট মামলায় গতকাল দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।