Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে এইচএসসির টেস্ট (নির্বাচনী) পরীক্ষায় ফেল হওয়া শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবরোধ ও কর্মবিরতিতে অংশ নিয়েছেন কলেজের শিক্ষক-কর্মচারীরা। এ অবস্থায় গতকাল রোববার (৬ এপ্রিল) সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি কলেজের সামনে কর্মরত শিক্ষক-কর্মচারিরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

এমন পরিস্থিতিতে চকরিয়া উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ পৌঁছে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার বেলা ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজের সামনে শ্রেণিকক্ষের বেঞ্চ রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেন শত শত শিক্ষার্থী। এসময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানের পদত্যাগ দাবি করেন। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয়। অন্যদিকে কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগের আহ্বান জানিয়ে শিক্ষক ও কর্মচারিরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। খবর পেয়ে সেনাবাহিনী ও চিরিংগা হাইওয়ে পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয় ।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকে নুসরাত জাহান অভিভাবকদের সঙ্গে অশালীন ও বৈষম্যমূলক আচরণ, হয়রানি, পুনঃনির্বাচনী পরীক্ষার নামে টাকা আত্মসাৎ, শিক্ষার্থীদের হয়রানি, হুমকি ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের পড়াশোনার অনুকূল পরিবেশ এবং নিরাপত্তা নিতে ব্যর্থ হওয়াসহ নানা অভিযোগ রয়েছে। অধ্যক্ষের পদ থেকে তাঁকে পদত্যাগ করতে হবে। আমাদের সঙ্গে কলেজের সকল শিক্ষক ও কর্মচারীরা একাত্মতা প্রকাশ করে কর্মবিরতি পালন করেছেন। 

চকরিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আব্দুর রহিম বলেন, ‘কলেজে নানামুখী অনিয়ম চলছে। বিভিন্ন পরীক্ষায় অতিরিক্ত ভাউচার করে, প্রশংসাপত্র ও নম্বরপত্রের কোনো টাকা ব্যাংক হিসেবে জমা হয় না। এ অবস্থায় শিক্ষকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই সকল শিক্ষক চাইছেন, তিনি (নুসরাত জাহান) পদত্যাগ করেন। নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হোক। 

চলতি বছর চকরিয়া সরকারি কলেজের প্রায় ১০৫০ জন এইচএসসি পরীক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণ করে। কলেজ কর্তৃপক্ষের ঘোষিত ফলাফলে বিজ্ঞান বিভাগে ৬৯ জন, মানবিক ১১০ ও ব্যবসায় শিক্ষায় ১০৯ জন শিক্ষার্থী পাশ করে। এতে ফেল করে ৬৪০ জন শিক্ষার্থী।

পদত্যাগ দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের কর্মসূচি প্রসঙ্গে জানতে চকরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুর রহমান বলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিষয়ে ইতোপূর্বে কেউ কোনধরনের অভিযোগ করেননি। তবে কলেজটি যেহেতু সরকারি, তাই কলেজের সকল বিষয় সংশ্লিষ্ট  মন্ত্রণালয় দেখবেন। আমরা লিখিত অভিযোগ পেলে সমস্যা সমাধানের চেষ্টা করবো।

8Shares