
কক্সবাজারের চকরিয়া পৌরসভার খোদারকুম পুকুরের পানিতে চুবিয়ে শিশু মনির হোসেন আবিরকে হত্যার ঘটনায় জড়িত খুনি সৎ বাবা মোহাম্মদ মামুন (৩০) দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার (৯ এপ্রিল) বিকালে হত্যা মামলার গ্রেফতারকৃত আসামি মামুনকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ও চকরিয়া থানার এসআই সঞ্জীব কুমার পাল।
এসময় আসামি মামুন শিশু খুনের ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। আদালতের বিজ্ঞ বিচারক মো: আনোয়ারুল কবির আসামির জবানবন্দি রেকর্ড করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো: শফিকুল ইসলাম।
তার আগে মঙ্গলবার ৮ এপ্রিল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার ওসি মো :শফিকুল ইসলামের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সনজীব কুমার পাল, এসআই রাজীব কুমার সাহার নেতৃত্বে সঙ্গীয় টিম মামলার মূল আসামী মোহাম্মদ মামুনকে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ছৈনাম্মারঘোনা বাজার সংলগ্ন চকরিয়া টু পেকুয়া সড়ক থেকে গ্রেফতার করেন।
মামলার আইও চকরিয়া থানার এসআই সনজীব কুমার পাল বলেন, গত ২৭ মার্চ রাত আনুমানিক দশটার দিকে আসামী মোহাম্মদ মামুন (৩০) তার স্ত্রী’র ১ম স্বামীর ঘরের সন্তান শিশু মনির হাসান আবির’কে (৮) পানিতে চুবিয়ে হত্যা করে চকরিয়া পৌরসভাস্থ ভরামুহুরী সাকিনের খোদারকুম পুকুরের ঘাটলার সিড়ির নিচে লাশ গুম করে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহত শিশু আবিদের মা বাদি হয়ে গত ৩০ মার্চ তাঁর দ্বিতীয় স্বামী চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বটতলী বাজার এলাকার নুরুল আবছারের ছেলে মোহাম্মদ মামুনকে আসামি করে চকরিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করেন। যার মামলা নং-৪৪, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড। চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, স্বীকারোক্তি মূলক জবানবন্দি শেষে আসামি ঘাতক মামুনকে গতকাল সন্ধ্যায় জেলহাজতে পাঠিয়েছে আদালত।