Search
Close this search box.
Search
Close this search box.

এক সপ্তাহের ব্যবধানে বন্যহাতির আক্রমণে চকরিয়ায় আবারও মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর এলাকায় বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে হাতির আক্রমণের শিকার হন তিনি। ভোর চারটার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম আব্দুল করিম (৪৬)। তিনি দক্ষিণ সুরাজপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি ছয় মাস আগে প্রবাস থেকে দেশে ফিরে নিজেকে কৃষি কাজে নিয়োজিত করেছিলেন।

এর আগে গত ৭ এপ্রিল চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল এলাকায় মোহাম্মদ হোসেন নামের আরেক ব্যক্তি বন্যহাতির আক্রমণের শিকার হয়ে মারা যান।

স্থানীয় বাসিন্দারা বলেন, রাত সাড়ে ১২টার দিকে পাহাড় থেকে লোকালয়ে ঢুকে পড়ে একটি হাতি। তখন স্থানীয় লোকজন হাতিটির পিছু নেন। উৎসুক জনতার কেউ কেউ ঢিল ছুড়ে, লাটি দিয়ে বিভিন্নভাবে হাতিটিকে তাড়ানোর চেষ্টা করছিলেন। এমন সময় হাতিটি লোকজনকে ধাওয়া দিলে আব্দুল করিম হাতির সামনে পড়েন এবং পায়ে পিষ্ট করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আব্দুল করিম।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল কাইয়ুম বলেন, একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়লে লোকজন হাতিটিকে তাড়ানোর চেষ্টা করেন। এসময় আব্দুল করিমকে আঘাত করে হাতিটি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

0Shares