👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
নৌবাহিনীর সৈনিক পরিচয়ে প্রতারণার অভিযোগে কক্সবাজারের চকরিয়া পৌরশহরের পুরোনো বাসস্ট্যাণ্ডের একটি বিপনী বিতানের সামনে থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি মোটরসাইকেল ও মুঠোফোন জব্দ করা হয়।
আজ শনুবার দুপুর একটার দিকে চকরিয়া থানায় সংবাদ সম্মেলন করে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রকিব উর রাজা ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার তাইজাংগা ইউনিয়নের ভাটগাঁও এলাকার মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ মিজান (৩৬) ও তাঁর স্ত্রী মৌসুমী বেগম ওরফে মৌ (২৭)।
সহকারী পুলিশ সুপার রকিব উর রাজা বলেন, মোহাম্মদ মিজান নৌবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে চকরিয়া পৌরশহরের স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট ফটোগ্রাফির দোকান থেকে ক্যামেরা ভাড়া নিতে চান। পরবর্তীতে তাঁর কথাবার্তায় নৌবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করছে- এমন সন্দেহ হলে ফটোগ্রাফির মালিক চকরিয়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মিজান ও তাঁর স্ত্রী মৌসুমিকে আটক করে। প্রাথমিকভাবে নৌবাহিনীর পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করলে দুজনকে থানা হেফাজতে নেওয়া হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার মিজানের বিরুদ্ধে ঝিনাইদহ সদর, রাজবাড়ী সদর, মাদারীপুরের শিবচর, কুষ্টিয়া সদর, পাবনার সদর ও কিশোরগঞ্জের তারাইল থানায় প্রতারণার ছয়টি মামলা রয়েছে। মূলত মিজান ও তাঁর স্ত্রী মৌসুমি প্রতারক চক্র। নৌবাহিনীর সৈনিক পরিচয়ে ক্যামেরা ভাড়া নিয়ে আত্মসাত করার পরিকল্পনা ছিল এই দম্পতির।
সংবাদ সম্মেলনে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার নৌবাহিনীর ভুয়া পরিচয় দানকারী মোহাম্মদ মিজান ও তাঁর স্ত্রী মৌসুমীর বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা রুজু হয়েছে।
আসামীদের দুপুর দুইটার দিকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।