👤 নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া
লোহাগাড়া উপজেলার অন্যতম স্বনামধন্য বেসরকারি হাসপাতাল সাউন্ড হেলথ হাসপাতালের সাথে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লোহাগাড়া উপজেলার সাথে স্বাস্থ্য সেবা গ্রহণ সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শুক্রবার ( ২৫ এপ্রিল ) দুপুরে সাউন্ড হেলথ হাসপাতালের নবনির্মিত ভবনের কনফারেন্স রুমে হাসপাতালের ব্যবস্থাপক মারুফ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউন্ড হেলথ হাসপাতালের চেয়ারম্যান ডা.এ.জে.এম সাদেক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা.জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান ডা.মাহমুদুর রহমান, মেডিকেল ডাইরেক্টর ডা.ইকবাল হোসাইন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির লোহাগাড়া উপজেলা সভাপতি মো:মোজাহিদুল ইসলাম, সহ সভাপতি মো: সাহাবুদ্দীন, সহ সভাপতি মাওলানা আইয়ুব আনসারী, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাদের, নির্বাহী সেক্রেটারি মো: রিদওয়ানুল হক, সাংগঠনিক সম্পাদক মু. আবছার উদদীন, অর্থ সম্পাদক এএম সেলিম উদ্দিন, শিক্ষা সম্পাদক মাস্টার জাহাঙ্গীর আলম।
সম্পাদিত চুক্তি অনুযায়ী লোহাগাড়া উপজেলার প্রায় সাত শতাধিক প্রাথমিক শিক্ষক, তাদের মা-বাবা ও সন্তান সন্ততি উক্ত হাসপাতালের বিভিন্ন সেবায় ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।