Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ্মলোচন বড়ুয়া আর নেই

চকরিয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক পদ্মলোচন বড়ুয়া শনিবার ২৬ এপ্রিল সকাল সাড়ে সাতটায়  চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দা বাজার সংলগ্ন নিজ বাসভবনে পরলোক গমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করে হেরে গেলেন। শনিবার বিকালে তাঁর মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পাদনের জন্য চকরিয়া থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। 

প্রখ্যাত শিক্ষাবিদ পদ্মলোচন বড়ুয়া ১৯৮৮ সালে চকরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন। পরে সুদীর্ঘ পথ পরিক্রমায় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং সর্বশেষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে সফলভাবে দায়িত্ব পালন করার পর ২০২৩ সালে তিনি অবসর গ্রহণ করেন।

একজন মাটির মানুষ পদ্মলোচন বড়ুয়া একাধারে শিক্ষক, লেখক, গবেষক, সাংস্কৃতিক এবং সামাজের গণ্যমান্য ব্যক্তি হিসাবেও চকরিয়া জনপদে ব্যাপকভাবে দায়িত্ব পালন করে গেছেন।

আপাদমস্তক শিক্ষক সূলভ বৈশিষ্ট্য নিয়ে তিনি এতদাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়েছেন ব্যাপকভাবে। দীর্ঘদিনের শিক্ষকতা পেশায় শিক্ষার্থীসহ যারাই তাঁর  সংস্পর্শে এসেছেন সবাই তাকে একজন সজ্জন ও বন্ধুবৎসল মানুষ হিসেবে পেয়ে ধন্য হয়েছেন।

এদিকে চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের মৃত্যুতে গভীর শোক ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন কলেজের সহযোদ্ধা শিক্ষকমণ্ডলী, নবীণ প্রবীণ শিক্ষার্থী, চকরিয়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। একইসঙ্গে সবাই তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

10Shares