
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পাঁচজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিরা হলেন চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নজির আহমদের ছেলে জসীম উদ্দিন কিশোর, বদরখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আজগর আলীর ছেলে মো. হারুন, কৈয়ারবিল ইউনিয়নের খোঁজাখালী এলাকার সোলতান আহমদের ছেলে কবির হোসেন, একই ইউনিয়নের কবির হোসেনের ছেলে মিজানুর রহমান, চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম বাটাখালী এলাকার নুরুল কবিরের ছেলে মো. রুবেল।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ফরহাদ রাব্বি ইশান, এএসআই শফি উল্লাহর নেতৃত্বে একাধিক পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের শনিবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।